আবারো বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে


অনলাইন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৬, ১১:২৭ এএম
আবারো বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। যদিও চলতি বছরের মধ্যে পণ্যটির বাজারে সর্বোচ্চ দরপতন দেখা যায় গত সপ্তাহে। ডলারের মান কমায় স্বর্ণের দাম এখন বাড়তির দিকে রয়েছে।

 

তাত্ক্ষণিক সরবরাহ চুক্তিতে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৬৫ ডলারে। সিঙ্গাপুরের স্থানীয় সময় ২টা ৩৬ মিনিটে একই পরিমাণ পণ্য ১ হাজার ২৬৪ ডলার ২৯ সেন্টে লেনদেন হয়েছিল। গত সপ্তাহে স্বর্ণের সার্বিক দরপতন ঘটে সাড়ে ৪ শতাংশ, যা ৬ নভেম্বরের পর সর্বোচ্চ।

 

এদিকে ছুটি উপলক্ষে চীনে নিম্নমুখিতায় রয়েছে স্বর্ণের বাজার। সাংহাই গোল্ড এক্সচেঞ্জে প্রতি গ্রাম স্বর্ণের দাম ৪ দশমিক ২ শতাংশ কমে ২৭৩ ইউয়ানে (১ হাজার ২৬৭ ডলার শূন্য ৫ সেন্ট) বিক্রি হয়। অন্যদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে একই পরিমাণ স্বর্ণের দাম ৪ দশমিক ১ শতাংশ কমে ২৭৩ দশমিক ৬৫ ইউয়ানে বিক্রি হয়। স্বর্ণের পাশাপাশি প্লাটিনামের দাম বাড়লেও কমেছে রুপার। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে রুপার দাম ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি কেজি ৩ হাজার ৯৫২ ইউয়ানে বিক্রি হয়, যা ২০১৩ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। অন্যদিকে প্লাটিনামের দাম শূন্য দশমিক ৫ এবং পালাডিয়ামের শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে।

 

গো নিউজ২৪/আ ফ ম 

অর্থনীতি বিভাগের আরো খবর