‘শ্বাসকষ্ট, জ্বর, কাশির রোগী দেখা হয় না’


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৯, ২০২০, ০৪:৫৭ পিএম
‘শ্বাসকষ্ট, জ্বর, কাশির রোগী দেখা হয় না’

বৈশ্বিক মহামারি করোনা বাংলাদেশেও হানা দিয়েছে। সঙ্গত কারণেই সবাই তটস্থ। সাধারণ জ্বর-সর্দি-কাশিতেও মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে ছুটছে স্বাস্থ্যসেবা কেন্দ্রে। কিন্তু বেশিরভাগ হাসপাতাল ও ক্লিনিক থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে আতঙ্কগ্রস্ত মানুষকে।

সম্প্রতি ফরিদপুরের একজন বাসিন্দা জ্বর, সর্দি, কাশির সমস্যা নিয়ে হাসপাতাল ভর্তির চেষ্টা করেন। কিন্তু ফরিদপুরের কোন হাসপাতালই তাকে ভর্তি করাতে রাজি হয়নি। তাকে পরামর্শ দেয়া হয়, তিনি যেন আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করেন।

ডাক্তারদের এমন আচরণে ক্ষুব্ধ দেশের সাধারণ জনগণ। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে।

আনামুল হক নামে একজন লিখেছেন, ‘জনগণের চরম মুহূর্তে যদি সেবাদান থেকে বিরত থাকে। তাহলে ডা. এ কে বসাক এর মত ডাক্তারের আদৌ কোন প্রয়োজন আছে কি? তার সার্টিফিকেট কেন বাতিল করা হবে না?’

উল্লেখ্য, বাংলাদেশে নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন।

গো নিউজ২৪/আই

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর