দুই বছর পানি ঢালার পর জানলেন গাছটি প্লাস্টিকের


নিউজ ডেস্ক: প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০৬:৩০ পিএম
দুই বছর পানি ঢালার পর জানলেন গাছটি প্লাস্টিকের

দুই বছর ধরে গাছের গোড়ায় পানি ঢালার পর যদি জানতে পারেন গাছটি প্লাষ্টিকের তাহলে কেমন লাগবে? হ্যা, এমনই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারীর সঙ্গে। 

এনডিটিভি জানিয়েছে, ফেসবুক পোস্টের মাধ্যমে কেলি উইলকেস নামে এক মার্কিন নারী জানান, গাছটিকে তিনি আসল ভাবতেন, নিয়মিত পানি দিতেন। এমনকি অন্য কাউকে পানি দিতেও দিতেন না, এতটাই গাছটিকে ভালোবাসতেন তিনি। ঝকঝকে সবুজ গাছটিকে টবসহ রান্নাঘরের জানালায় রেখেছিলেন তিনি।

কেলি জানান, দু'বছর ধরে গাছটি তার কাছে ছিল। গাছটির জন্য তিনি গর্বিত ছিলেন। একপর্যায়ে গাছটিকে অন্য টবে লাগাতে যেতেই তিনি বুঝতে পারেন, গাছটি নকল! প্লাস্টিকের তৈরি।

গাছটিকে টবের বাইরে আনতেই দেখা যায়, সেটি থার্মোকলের সঙ্গে লাগানো। এর ওপরে ছিল বালি। কেলির মনে হচ্ছে, দু'বছর তিনি একটি মিথ্যের সঙ্গে বাস করেছেন।

এদিকে এই মার্কিন নারীর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে পড়েছে। তার পোস্টের নিচে অনেকেই নানা রকম কমেন্ট করেছেন। 

একজন জানান, কেলির মতো অভিজ্ঞতা অনেকেরই হয়। আর একজন লেখেন, তিনি অফিসে এমন গাছ লাগিয়েছেন, যা দেখে বাকিরা চমৎকৃত। কিন্তু তিনি আসলে প্লাস্টিকের গাছই লাগিয়েছেন।

গো নিউজ২৪/আই

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর