ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে গায়েব হচ্ছে গাড়িগুলো!


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ২, ২০১৯, ০৮:৩৪ পিএম
ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে গায়েব হচ্ছে গাড়িগুলো!

অপটিক্যাল ইলিউশন খুবই পরিচিত সোশ্যাল মিডিয়ায়। এটি দারুণ জনপ্রিয়ও। তবে সম্প্রতি একটি ইলিউশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে গাড়িগুলো যেতে যেতে ঝাঁপ দিচ্ছে নদীতে। কিন্তু তারপর তাদের আর কোথাও দেখা যাচ্ছে না। তাহলে গাড়িগুলো কোথায় যাচ্ছে?

এই প্রশ্নেই তোলপাড় নেট দুনিয়া। ২৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেছেন ড্যানিয়েল নামে একজন ব্লগার। তার মাইক্রোব্লগিং ওয়েবসাইটে এটি পোস্ট করা হয়।

ভিডিওটি নিয়ে ড্যানিয়েল বলছেন, আপনারা ঠিকই দেখছেন। ট্র্যাফিক অদৃশ্য হয়ে যাচ্ছে।

তবে এমন ভিডিও নিয়ে ইতিমধ্যেই জোকস বানিয়ে ফেলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ এটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গেও তুলনা করেছেন।

অনেকেই বলছেন, এই জায়গা থেকেই হয়ত ট্রাফিক মোড় নিচ্ছে অন্য রাস্তায়।

যদিও অনেকেই ধরে ফেলছেন আসল ব্যাপার। তারা জানিয়েছেন, দেখতে সেতু হলেও আসলে সেটি সেতু নয়, রাস্তা। আর 'নদী' হলো গাড়ি পার্কিং লটের ছাদ!

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সূত্র: এনডিটিভি

গো নিউজ২৪/আই

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর