মেশিনে শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ০৬:৪৫ পিএম
মেশিনে শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা

বগুড়ার কাহালু উপজেলার আফরিন জুট মিলে আলাল (১২) নামে এক শিশুকে মেশিনের মাধ্যমে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যতিনকে আটক করেছে পুলিশ।

আলাল ওই জুট মিলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো। সে উপজেলার মোতাহার হোসেনের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আফরিন জুট মিলে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। বেলা ১১টার দিকে সবার অগোচরে শ্রমিক যতিন হাওয়া মেশিনের পাইপ দিয়ে অপর শ্রমিক আলালের পায়ুপথে বাতাস দেয়। এতে আলালের পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আলাল মারা যায়।

এদিকে, পুলিশ খবর পেয়ে জুট মিল থেকে যতিনকে আটক করে। সে শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের বাসিন্দা।

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর