পুলিশের চাঁদাবাজি, বেপরোয়া ট্রাকে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০২:২৭ পিএম
পুলিশের চাঁদাবাজি, বেপরোয়া ট্রাকে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কুয়াইশ এলাকায় এক ট্রাক চালক থেকে টাকা আদায়ের চেষ্টা করে পুলিশ। এ সময় ওই চালক ৪০০ টাকা পরিশোধ করলেও হাটহাজারী থানা পুলিশের এক এসআই আরও বেশি টাকা দাবি করছিল। 

পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওই ট্রাকচালক দ্রুত পালানোর চেষ্টা করে। তাড়া খেয়ে ধোপপুল এলাকায় এসে একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাকটি। আহত দুই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হলে এর মধ্যে আনিছ (৩৮) নামে একজনের মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরের কুয়াইশ সংযোগ সড়ক সংলগ্ন ধোপপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

ঘটনার পর থেকেই স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে, বিক্ষোভ শুরু করছে। বিক্ষোভকারীরা এ সময় অভিযুক্ত পুলিশের এসআইকে আটক করে ফেলেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বিক্ষোভ ঠেকাতে চেষ্টা করে পুলিশ।

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর