নবজাতক বিক্রির চেষ্টা, আটক ৪


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০২:২৯ পিএম
নবজাতক বিক্রির চেষ্টা, আটক ৪

২২ দিন বয়সী এক নবজাতককে বিক্রির সময় শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পাবনার হিমাইতপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে পরিবারের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

এ সময় নবজাতক বিক্রি চেষ্টায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, কাজীপাড়া গ্রামের হেলাল উদ্দিন (৩২), তার স্ত্রী রুবি খাতুন (২৫), শ্বশুর আব্দুল্লাহ ও তার শাশুড়ি। হেলাল উদ্দিন ঢাকায় কাঠ মিস্ত্রির কাজ করেন। তিনি এবং তার স্ত্রী ঢাকা থেকে শিশুটিকে পাবনায় এনেছিলেন।

এ প্রসঙ্গে হিমাইতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, গ্রামের এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রির জন্য হেলাল ও তার স্ত্রী রুবি শিশুটিকে ঢাকা থেকে নিয়ে আসেন। এক দম্পতির সঙ্গে ২০ হাজার টাকা দামে শিশুটিকে বিক্রির বিষয়ে তাদের দরদামও ঠিক হয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর