থানায় রাতভর গণধর্ষণ: ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯, ১১:৫৩ এএম
থানায় রাতভর গণধর্ষণ: ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভেতরে এক নারীকে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ ওঠার ছয় দিন পর মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে শুক্রবার জিআরপি থানায় দায়ের করা হয় মামলাটি। ভিকটিম নিজেই বাদী হয়ে ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেছেন। মামলা নং ০৩। 

এ তথ্য নিশ্চিত করে রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ জানায়, মামলায় ওসি উছমান গণি, ঘটনার রাতের ডিউটি অফিসার ও অজ্ঞাত তিন পুলিশ সদস্যকে আসামি করে ওই নারী মামলা করেছেন। খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন ২০১৩ অনুসারে মামলাটি রেকর্ড করা হয়েছে।

গত ২ আগস্ট রাতে এক নারীকে জিআরপি থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে ওই নারী আদালতে অভিযোগ করেন। ৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তার মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন

আদালতের নির্দেশে ৫ আগস্ট তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। তবে পরীক্ষার রিপোর্ট এখনও তৈরি হয়নি।

গো নিউজ২৪/এমআর 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর