‘গোল্ডেন এ প্লাস’ না পেয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৮:৪২ এএম
‘গোল্ডেন এ প্লাস’ না পেয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ‘গোল্ডেন এ প্লাস’ না পাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ে স্বাধীন বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাতে কাদিরাবাদ হাউজিংয়ের ৫ নম্বর রোডের ৯ নম্বর বাসার নিচতলায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে কোচিং করার জন্য ওই বাসা ভাড়া নিয়েছিল স্বাধীন।

আত্মহত্যার আগে লেখা চিরকুটে লিখেছেন, সরি বাবা তোমার ব্যাংক ব্যালেন্স হতে পারলাম না,মাফ করে দিও,মা অনেক ভালবাসি তোমাদের, বোনকে দেখে রেখো,বেশি মন খারাপ করো না,আর বাবাকে বল বেশি যেন টেনশন না করে।

আরেক পাতায় লেখা রয়েছে, ভালো থাকিস তোরা সবাই, ভুল করে থাকলে মাফ করে দিস,সিরিয়াস.....স্বাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল জানায়, আমরা পৌনে ১০টার দিকে খবর পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকি। আমরা তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয় ।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর