দিনদুপুরে বন্দুকযুদ্ধ, বাঁশখালীতে দুই ভাইয়ের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২১, ২০১৯, ০৫:৫২ পিএম
দিনদুপুরে বন্দুকযুদ্ধ, বাঁশখালীতে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রাম: জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন। র‌্যাব বলছে, তারা ডাকাত দলের সদস্য।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান।

নিহতরা হলেন- জাফর মেম্বার (৪৮) ও তার ভাই খলিল আহমদ (৪৫)।

র‌্যাব এই কর্মকর্তা জানায়, জাফর মেম্বার সহযোগীদের নিয়ে শুক্রবার দক্ষিণ সরল গ্রামে অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি টিম তাদের ধরার জন্য সেখানে যায়। এ সময় জাফর ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও তাদের ধরতে পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে জাফর ও খলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় বাকি সহযোগীরা পালিয়ে যায়।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর