স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ, ৫ বছর পর আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৮:৫০ পিএম
স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ, ৫ বছর পর আসামি গ্রেফতার

সুনামগঞ্জের চাঞ্চল্যকর এসিড অপরাধ দমন আইনে করা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি মোজাম্মেল আলম ভূঁইয়াকে দীর্ঘ পাঁচ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেটের একটি চৌকস টিম বৃহস্পতিবার ভোরে এএসপি ওবাইন এর নেতৃত্বে রাজধানী মগবাজার এলাকা থেকে মোজাম্মেলকে গ্রেফতার করে। 

মোজাম্মেল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের বাসিন্দা আব্দুর রব ভূঁইয়ার ছেলে।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ মার্চ রাতে সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের চতুর্থ শ্রেণি পড়ুয়া ১১ বছরের মেধাবী স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ করে মোজাম্মেল। এতে ওই স্কুলছাত্রের মুখ ঝলসে যায়। ঘটনার পর মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় মোজাম্মেল।

ঘটনার রাতে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে এসিডদগ্ধ স্কুলছাত্রকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর সেখান থেকে সিলেট এমএজিও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে এসিড অপরাধ দমন আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।

অপরদিকে এসিড নিক্ষেপের ঘটনার রাত থেকেই মোজাম্মেল দীর্ঘ পাঁচ বছর ২ মাস ২০ দিন পলাতক ছিলো।

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর