মোবাইলে নারীর আপত্তিকর ছবি, বিপ্লব খান গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২০, ২০১৯, ০৬:৪৩ পিএম
মোবাইলে নারীর আপত্তিকর ছবি, বিপ্লব খান গ্রেফতার

মানিগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে তুলে ব্ল্যাকমেইলের অভিযোগে বিপ্লব খান (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। বিপ্লব স্থানীয় বাজারের বৈশাখী বিউটি পার্লারের মালিক ও  উপজেলার দৌলতপুর সদর এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী সৌদি আরবে থাকায় তিনি দুই কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করেন। মেয়েকে নিজ বাড়িতে  প্রাইভেট মাস্টারে কাছে পড়াত। একই এলাকার বিপ্লবও তার মেয়েকে নিয়ে ওই বাড়িতে মাস্টারের কাছে পড়াতে নিয়ে যেত। এ সুবাধে প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিভিন্ন সময়ে ফেসবুকের মেসেঞ্জারে বিভিন্ন ধরনের মেসেজ ও ছবি আদান করে।

এর মধ্যে ওই গৃহবধূর স্বামী সাম্প্রতিক সময়ে দেশে আসার কথা শুনে বিপ্লবকে ছবিসহ মেসেজ ডিলিট করতে বলে। কিন্তু বিপ্লব তার সাথে পরকীয়া সর্ম্পক না করলে ছবি স্বামীকে দেখাবে বলে হুমকি প্রদান করে। এঅবস্থায় মঙ্গলবার বিকালে প্রবাসীর স্ত্রী দৌলতপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে একটি মামলা করলে রাতেই থানা পুলিশ তাকে আটক করে। 

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর