এবার বিমানবন্দরে স্বর্ণসহ নারী ব্যাংক কর্মকর্তা আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৮, ২০১৯, ০২:১৪ পিএম
এবার বিমানবন্দরে স্বর্ণসহ নারী ব্যাংক কর্মকর্তা আটক

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণালঙ্কারসহ রাজিয়া সুলতানা নামে প্রিমিয়ার ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের উপ পরিচালক অথেলো চৌধুরী জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মালয়েশিয়া থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং কলাবাগান শাখার ডেপুটি ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ রাজিয়া সুলতানা। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে থাকা স্বর্ণালঙ্কারগুলো স্ক্যানারে ধরা পড়ে। পরে ঢাকা কাস্টমস হাউজের সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাজ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

এছাড়াও সৌদি এয়ারলাইন্সের দুই নারী  ক্রুর কাছ থেকে উদ্ধার করা হলো ৩৬টি স্বর্ণের বার।  রোববার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার আর ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহণ করছিলেন।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর