এসএসসির ফল পরিবর্তনের গ্যারান্টি, ৪ হ্যাকার গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৯, ১১:৩৭ এএম
এসএসসির ফল পরিবর্তনের গ্যারান্টি, ৪ হ্যাকার গ্রেফতার

ঢাকা: রাজধানীর মতিঝিল থেকে কম্পিউটার হ্যাকিংয়ের সাথে সম্পৃক্ত চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার চারজন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রি ও শিক্ষাবোর্ডের সার্ভার হ্যাক করে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ডিবি উত্তরের একটি দল তাদের গ্রেফতার করে।

ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এই হ্যাকাররা বহুদিন ধরে নানা অপরাধ করে আসছিল। এরা এসএসসি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা বিক্রি ও শিক্ষাবোর্ডের সার্ভার হ্যাক করে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিত।

ডিসি পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, স্মার্টফোন ও চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। তারা এসব ভুয়া প্রশ্ন বিক্রি করে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করত। পাশাপাশি পরীক্ষার ফল পরিবর্তনের গ্যারান্টি দিয়েও টাকা আদায় করত।

গো নিউজ২৪/এমআর

 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর