অপহরণের পর মুক্তিপন দাবিতে ২ পুলিশ কর্মকর্তা গ্রেফতার


শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল )প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০১৯, ০৫:৫৪ পিএম
অপহরণের পর মুক্তিপন দাবিতে ২ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

সাদা পোশাকে তিন যুবককে তুলে নিয়ে মুক্তিপন দাবির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানা ও টাঙ্গাইলের মির্জাপুর থানার দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

শুক্রবার বেলা ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার নিশ্চিত করেন। তারা হলেন- কারিয়াকৈর থানার এএসআই আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানার এএসআই মোশরাফিকুর রহমান।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের সূত্রাপুরের শিলাবৃষ্টি সিএনজি ফিলিং স্টেশনে এলাকা থেকে অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে তিন যুবককে তুলে নেয়। পরে তাদের নিকট ৩০লাখ টাকা মুক্তিপন দাবি করেন বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর ও টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজ করা হয়। আর ভুক্তভোগী তিন যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

এদিকে শুক্রবার বেলা ১২টার দিকে অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। 

গো নিউজ২৪/আই
 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর