নরসিংদীর সেই বহুতল ভবনে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০৯:৩২ এএম
নরসিংদীর সেই বহুতল ভবনে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি

নরসিংদী: নরসিংদীতে সন্ধান পাওয়া দুই জঙ্গি আস্তানার একটিতে অভিযানের পর বুধবার সকাল থেকে পৌর এলাকার ছোট গদাইরচর (গাঙপার) মহল্লার সাত তলা বাড়িটিতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় সকাল থেকে আস্তানার আশপাশে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ভবনটির আশপাশ পরিদর্শন এবং ভবনে থাকা অন্যদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।

আশপাশের বাসিন্দাদের সতর্ক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই তারা ভবনটিতে চূড়ান্ত অভিযানে যাবেন বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাততলা ওই ভবনটির প্রথম থেকে তৃতীয় তলায় মহিলা মাদরাসা রয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাত ১২টা থেকে মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার আফজাল হাজির নিলুফা ভিলা এবং সদর উপজেলার শেখেরচরের দীঘিরপাড় এলাকার বিল্লালের বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

এর মধ্যে মঙ্গলবার‘অপারেশন গর্ডিয়ান নট নামে এ অভিযানে শেখেরচর ভগীরথপুরে নারীসহ দুই জঙ্গি নিহত হয়েছেন। শেখেরচরের অভিযান শেষের পর মাধবদীতে অভিযান শুরুর ঘোষণা দেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি জানিয়েছিলেন, রাতে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। যদি তারা অত্মসমর্পণ না করে, তাহলে দিনের আলোতে সেখানে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর