শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৭, ২০১৮, ০৭:৩৬ পিএম
শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে ফরিদপুর ও ঝিনাইদহ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যান্যদের শৈলকুপা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আজিজের কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার সকালে ভাটবাড়িয়া, তেঘড়িয়া, নাদপাড়া ও ভুলন্দিয়া গ্রামের লোকজন দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় সংঘর্ষে ভাটবাড়িয়া গ্রামের লালচাঁদ, রেজাউল, আম্বিয়া, মোক্তার, আক্তার, জামাল, মনিরুল, আনছার, গোলাম নবী, শাহিন, রাসেল, আনোয়ার, রফিউদ্দিন, আক্তারুজ্জামান, মর্জিনা, বদরুজ্জামান, রায়হান, রিয়াজুলসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামটিতে দীর্ঘদিন আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থকদের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর