রংপুরে নিখোঁজ সেই আইনজীবীর লাশ উদ্ধার, স্ত্রী ও প্রেমিক আটক


রংপুর প্রকাশিত: এপ্রিল ৪, ২০১৮, ০৮:৩৩ এএম
রংপুরে নিখোঁজ সেই আইনজীবীর লাশ উদ্ধার, স্ত্রী ও প্রেমিক আটক

পাঁচ দিন নিখোঁজ থাকার পর রংপুর স্পেশাল জজ আদালতের পিপি, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনার লাশ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

র‍্যাব-১৩ এর আরমিন রাব্বি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার মধ্যরাতে বাবুসোনার বসতবাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে তাজহাট মোল্লাপাড়া জামে মসজিদের কাছের একটি নির্মাণাধীন বাড়ির মেঝে খুঁড়ে তাঁর লাশটি উত্তোলন করে র‍্যাব সদস্যরা। পরে পরিবারের সদস্যরা এসে লাশটি সনাক্ত করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব সদস্যরা বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ও তার প্রেমিক কামরুল ইসলাম আটকের পর জিজ্ঞাসাবাদ করে। তারপরই লাশের সন্ধান মেলে বলে জানালেন এ কর্মকর্তা। তিনি আরও জানান, তাদের আটক করা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় আরো দুজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন কামরুল ইসলাম। তিনি বাবুসোনার স্ত্রী স্কুলশিক্ষিকা স্নিগ্ধা ভৌমিকের সহকর্মী। কামরুলের নির্মাণাধীন বাড়ি থেকেই বাবুসোনার লাশটি উদ্ধার করা হয়েছে। আটক আরেকজনের নাম জানা যায়নি।   

গত শুক্রবার সকাল ৬টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি রংপুরের এই রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। পাশাপাশি তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। শহরের মানুষের কাছে তিনি ডাকনাম বাবুসোনা নামেই বেশি পরিচিত ছিলেন।   

গো নিউজ২৪/এমআর

 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর