রাজধানীতে ইভটিজিং করায় একজনকে কারাদণ্ড


নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৩, ২০১৮, ০৮:২৮ এএম
রাজধানীতে ইভটিজিং করায় একজনকে কারাদণ্ড

রাজধানীর ধানমন্ডিতে ইভটিজিংয়ের দায়ে আবুল কালাম (৪০) নামে একজনকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ৮টার দিকে ধানমন্ডি-২৭ মোড়ে রাপা প্লাজার সামনে এক নারীকে ইভটিজিং করায় আবুল কালামকে হাতেনাতে আটক করে জনতা। পরে দোষ স্বীকারের ভিত্তিতে তাকে কারাদণ্ড দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, ধানমন্ডি-২৭ মোড়ে রাত ৮টার দিকে এক নারীকে ইভিটিজিং করছিলেন ওই ব্যক্তি। ওই নারীর চিৎকারে জনতার হাতে আটক হন তিনি।

খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযুক্ত আবুল কালামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে দায় স্বীকার করায় আইনানুযায়ী এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর