লামায় যৌথ অভিযানে ২৫ আগ্নেয়াস্ত্র ও দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার


বান্দরবান প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ১১:১৬ এএম
লামায় যৌথ অভিযানে ২৫ আগ্নেয়াস্ত্র ও দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার

বান্দরবানের লামায় র‌্যাব-সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে।

শুক্রবার ভোররাতে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়া দুর্গম পাহাড়ের একটি আস্তানা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- থুইচা মং মারমা (৩৬), চাইমুং মারমা (৩৬), এক্য মারমা (৩৯) ও মিফং মারমা (৪৫)।

র‌্যাব জানায়, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়া দুর্গম পাহাড়ে চট্টগ্রাম র‌্যাব-৭ এবং আলীকদম সেনাবাহিনী সদস্যরা যৌথ অভিযান চালান। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে ২৫টি আগ্নেয়াস্ত্র এবং ২০৩৭ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১৪টি এসবিবিএল, ১১টি ওয়ান শুটারগান, দুই হাজার ৩৭ রাউন্ট বিভিন্ন অস্ত্রের গুলি।

চট্টগ্রাম র‌্যাবের কর্মকর্তা মেজর রুহুল আমীন জানান, আটককৃতরা সবাই অস্ত্র বিক্রিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর