চট্টগ্রামে পোষাক শ্রমিককে গণধর্ষণের মামলায় গ্রেফতার ২


প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৬, ১১:৫৪ এএম
চট্টগ্রামে পোষাক শ্রমিককে গণধর্ষণের মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে পোশাক শ্রমিক গণধর্ষণের মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর বালুছড়া এলাকা থেকে প্রধান আসামি নেজাম উদ্দিন মিন্টু (২৫) ও উৎমান গণি (২২)কে গ্রেফতার করা হয়।
 
সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, গণধর্ষণের শিকার তরুণী কুলগাঁও বালুছড়া এলাকার একিট নামক একটি পোশাক কারখানার কাজ করেন।

গত ৯ এপ্রিল (শনিবার) নাইট শিপটের কাজ শেষে ভোর ৪টার দিকে শিপট ইনচার্জ উসমানের সঙ্গে বাসায় ফিরছিলেন। পথে নেজাম উদ্দিন মিন্টুর নেতৃতে ৪ যুবক তাদের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ওই তরুণীকে গণধর্ষণ করে।

ওসি আরো জানান, ধর্ষিত ওই তরুণী নিজে থানায় এসে অভিযোগ দেয়ার পর মামলা হয়েছে। তার জবানবন্দি অনুযায়ী সঙ্গী ও গার্মেন্টসের শিপট ইনচার্জ উসমানকে গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তরুণীর ডাক্তারি পরিক্ষা করা হবে।

গো নিউজ/ এটি

অপরাধ চিত্র বিভাগের আরো খবর