ছাত্রীকে শ্লীলতাহানি, অতঃপর...


নিউজ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৮:৩০ এএম
ছাত্রীকে শ্লীলতাহানি, অতঃপর...

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিএসসি পরীক্ষার হলে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে মো. ইব্রাহিম (৩০) নামের এক বখাটে শিক্ষককে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তিনি সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম ওই শিক্ষককে এক বছরের এ কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ৫ম শ্রেণীর শিক্ষা সমাপনীর (পিএসসি) সমাজ পরীক্ষা চলাকালে সেনবাগের গাজীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ছাত্রীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানি করে বখাটে শিক্ষক মো. ইব্রাহিম। বিষয়টি তাৎক্ষণিক কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের অবহিত করেন ওই ছাত্রী। এরপর কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারকে জানান।

পরে নির্বাহী অফিসার দ্রুত পুলিশ দিয়ে বখাটে ওই শিক্ষকে তারা কার্যালায়ে ডেকে পাঠান। এরপর উপস্থিত স্বাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম অভিযুক্ত শিক্ষক মো. ইব্রাহিমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পরে সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে ওই শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়।

অপরাধ চিত্র বিভাগের আরো খবর