চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে ডাকাতি


মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ১২:৫৪ পিএম
চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে ডাকাতি

মাদারীপুরের শিবচরে এক ইউপি চেয়ারম্যানের বড় ভাইয়ের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নগদ ৯০ হাজার টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে এবং গৃহকর্তাকে মারধর করে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের কিবরিয়া খালাসীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। কিবরিয়া খালাসী বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লাহ খালাসীর বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত ঘরের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহকর্তা ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এসময় প্রতিবাদ করলে কিবরিয়া খালাসীকে মারধর করে ডাকতাদল।

প্রায় দুইঘণ্টা ঘরে অবস্থান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতদল চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।  ডাকাতরা প্রায় ২৫ ভরি স্বর্নালংকার ও নগদ নব্বই হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আহত গৃহকর্তা কিবরিয়া খালাসীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

শিবচর থানার তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান মিয়া গোনিউজকে জানান, বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে বাড়ি ডাকাতির ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গোনিউজ২৪/কেআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর