ছিনতাইকারীদের টার্গেট বিদেশীগামী যাত্রী


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৭:৪৬ পিএম
ছিনতাইকারীদের টার্গেট বিদেশীগামী যাত্রী

ঢাকা: রাজধানীতে বিদেশীগামী যাত্রীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে ছিনতাইকারীরা। রবিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন র‌্যাব ১০ এর অধিনায়ক শাহাবুদ্দিন।

তিনি জানান, সম্প্রতি রাজধানীর মতিঝিল এলাকায় ছিনতাইকারীরা একটি সিএনজি গতিরোধ করে। ওই সিএনজিতে বিদেশগামী এক যাত্রী ছিলেন।

তিনি আরো জানান, সেই সময় তার কাছ থেকে নগদ টাকা, পাসপোর্ট ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে তাদের কাছ থেকে নেয়া মোবাইল ফোন থেকে নাম্বার সংগ্রহ করে ভিকটিমের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে মুক্তিপণ আদায়কালে গত রাতে ছিনতাইচক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

আটকরা হলো-সালাউদ্দিন (৩৯), শামসুল আলম (৩৮), ফরিদ আহাম্মেদ স্বপন (৩৫), জামাল হোসেন (৫৫) ও নুর ইসলাম (৪৬)।

আটককৃতরা অভিনব কায়দায় বিদেশগামী যাত্রীদের ছিনতাইকৃত পাসপোর্ট জিম্মি করে। পরে তাদের কাছ থেকে মুক্তিপন আদায় করে। তবে ওই চক্রের বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গোনিউজ২৪/কেআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর