ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১০


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৭, ০৪:৩১ পিএম
ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১০

ঢাকা: আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে ১০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ‘ক’ ইউনিটের ভর্তিপরীক্ষা শুরু হয়। এ সময় দুই জনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টি থেকে, ৪ জনকে বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ কেন্দ্র থেকে, একজনকে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে।

এ ছাড়া বাকি তিনজনকে কোন কেন্দ্র থেকে আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১১টায়। আটকদের মধ্যে নূর আলম ও আল ইমরানকে ভ্রাম্যমান আদালত ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গোনিউজ২৪/কেআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর