রাজধানীতে ঘরের দরজা ভেঙ্গে দিন-দুপুরে চুরি


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৭, ০৭:৫২ পিএম
রাজধানীতে ঘরের দরজা ভেঙ্গে দিন-দুপুরে চুরি

ঢাকা: ঘরের দরজা ভেঙ্গে রাজধানীর উত্তরা এলাকায় দরজা ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মূলবান জিনিসপত্র নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণখান থানাধীন উত্তরা ২৪৫ নং বাসায় এ ঘটনা ঘটে। বিল্লাল ভূঁইয়া নামের এক ব্যক্তি ওই বাসার মালিক বলে জানা গেছে।

বিল্লাল মিয়ার বাসার ভাড়াটিয়া রুকন জানান, ঘরে তালা দিয়ে আজ সকাল ১১টায় দিকে তার স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে বাসা থেকে বের হন। কিন্তু বেলা দুইটার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভাঙ্গা। পরে রুমে প্রবেশ করে আলমিরার দরজাও ভাঙ্গা দেখতে পান।

তিনি আরো জানান, স্টিলের আলমিরার দরজা ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণ, নগদ টাকা, ঘড়ি এবং মূলবান জিনিসপত্র নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে মামলা নেয়া হবে বলে জানান তিনি।

গোনিউজ২৪/কেআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর