কে এই বিশ্বজিৎ?


নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০১৭, ০৬:৩৫ পিএম
কে এই বিশ্বজিৎ?

বিশ্বজিৎ ছিল খুব শান্ত প্রকৃতির। তার বাবার নাম অনন্ত দাস, মায়ের নাম মা কল্পনা রানী ঘোষ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর দাস পাড়া গ্রামে বেড়ে উঠেছিলেন তিনি। ২০০৬ সালে ঢাকার শাঁখারী বাজারে দর্জির কাজ শুরু করেন বিশ্বজিৎ। হট্টোগোল একেবারেই পছন্দ করতেন না। রাজনীতি করতেন না। ভাইয়ের দোকানেই কাজ করতেন। দোকানের নাম ছিল নিউ আমন্ত্রণ টেইলার্স।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির মধ্যে বিশ্বজিৎকে প্রকাশ্যে বাহাদুর শাহ পার্কের কাছে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

নিহত বিশ্বজিতের শেষকৃত্য নড়িয়া উপজেলার ভোজেশ্বর দাস পাড়া গ্রামে পারিবারিক শ্মশানে সম্পন্ন হয়।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর এ হত্যা মামলার রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। তখন মামলার ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

রবিবার (৬ আগস্ট, ২০১৭) এ হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাস এবং বাকিদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়েছে।

গো নিউজ২৪/পিআর

এ সম্পর্কিত আরও সংবাদ


অপরাধ চিত্র বিভাগের আরো খবর