ঢাকায় অস্ত্রধারীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি


অপরাধ চিত্র প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৬:৪০ পিএম
ঢাকায় অস্ত্রধারীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

ঢাকা: রাজধানীতে কয়েকজন ‘অস্ত্রধারীর’ সঙ্গে র‍্যাব সদস্যদের গুলিবিনিময় হয়েছে। এতে আহত হয়েছে দুজন। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে আজিমপুর এলাকার একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

র‍্যাব কর্মকর্তারা দাবি করেছেন, আহত দুজন ‘ছিনতাইকারী’ দলের সদস্য। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুজনই আশঙ্কামুক্ত।

র‍্যাব-১০-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহাবুদ্দীন খান গণমাধ্যমকে জানিয়েছেন, বিকেলে ছিনতাইকারী দলের কিছু সদস্য দুটি ব্যক্তিগত গাড়ি নিয়ে আজিমপুরের একটি মার্কেটের সামনে অবস্থান করছিল। গাড়ি দুটিতে লাগানো ছিল গোয়েন্দা পুলিশের স্টিকার। র‍্যাব সদস্যরা তা দেখে তাদের চ্যালেঞ্জ করে।

একপর্যায়ে ছিনতাইকারী দলের সদস্যরা র‍্যাবের ওপর গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে দুজন আহত হয়। আহতদের কাছ থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। বাকি সদস্যরা একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে আহত দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুলাই সন্ধ্যায় রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের সামনের সড়কে ছিনতাইকারীদের সঙ্গে র‍্যাবের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে আহত হয় দুজন। তাদের একজন হাসপাতালে মারা যান। তাদের কাছ থেকেও দুটি বিদেশি পিস্তল ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছিল।

গোনিউজ/এন

অপরাধ চিত্র বিভাগের আরো খবর