চুরি করতে গিয়ে গৃহবধূকে একা পেল চোর, অতঃপর...


নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০৫:০৮ পিএম
চুরি করতে গিয়ে গৃহবধূকে একা পেল চোর, অতঃপর...

একটি কটিনাশক কোম্পানিতে চাকুরির সুবাদে পারুল বেগমের সঙ্গে রাজীবের পরিচয় হয়। এসূত্রে সে জানতো পারুলের স্বামী ড্রাইভারের চাকুরি করায় প্রায়ই ঘরের বাইরে থাকে। এই সুযোগে বন্ধু জামালকে নিয়ে ওই বাসায় চুরির পরিকল্পনা করে তারা।

পরিকল্পনা অনুযায়ী গত ১৮ জুন ইফতারের পর পারুল বেগমকে ফোন করে তার বাসায় বেড়াতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে রাজীব। কিছুক্ষণ পর কিছু আম, পেয়ারা, হালিম ও দুইটি স্পীড (পানীয়) এর বোতল নিয়ে ওই বাড়িতে যায় রাজীব ও জামাল। এর আগে বোতল ও হালিমের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে নেয়।

বাড়িতে প্রবেশ করে গল্পের ফাঁকে পারুল বেগমকে স্পীড ও হালিম খাওয়ায় তারা। কিছুক্ষণের মধ্যে পারুল ঘুমে ঢলে পড়লে প্রথমে রাজীব ও পরে জামাল তাকে ধর্ষণ করে। ঘুমের মধ্যে পারুল শব্দ করলে গলা চেপে তাকে হত্যা করে, মুখ ও হাত বেঁধে ফেলে। মৃত্যু নিশ্চিত হলে পারুলের ব্যবহৃত স্যামসং মোবাইল ফোন, একটি স্বর্ণের নাকফুল ও টাকা নিয়ে পালিয়ে যায়।

আটক জামালের কাছ থেকে নিহত পারুল বেগমের খোয়া যাওয়া স্যামসং মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

রাজধানীর কদমতলী এলাকায় এক মাস আগে ঘটে যাওয়া ওই ঘটনায় জড়িত দুইজনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ২০ জুলাই বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ফরিদ উদ্দীন আহমেদ।

গত ১৮ জুন কদমতলীর পূর্বজুরাইনের নামা শ্যামপুর এর ৪র্থ তলার একটি বাসা থেকে পারুল বেগম (৩২) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে নিশ্চিত হয় পুলিশ। এরপরই তদন্তে নামে তারা।

এই ঘটনায় অভিযুক্ত দুজন হলেন জামাল খান পাটোয়ারী (২৮) ও রাজীব হাওলাদার (২২)কে সাভার, ফতুল্লা ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

গো নিউজ২৪/এএইচ

অপরাধ চিত্র বিভাগের আরো খবর