ঘুষের টাকাসহ হাতেনাতে প্রকৌশলী গ্রেপ্তার


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০৬:০৯ পিএম
ঘুষের টাকাসহ হাতেনাতে প্রকৌশলী গ্রেপ্তার

ঢাকা: পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ এফ এম ফখরুল ইসলাম।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা দুইটার দিকে মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অধিদপ্তরের তার নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

দুদক কর্মকর্তা  নাসিম আনোয়ার জানান, একজন ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেবেন ফখরুল ইসলাম। এ খবর আগে থেকেই জানতেন তারা। তাই আগে থেকেই একটি দল সেখানে ফাঁদ পেতে ছিল। বেলা দুটার দিকে ওই ঠিকাদারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিচ্ছিলেন ফখরুল ইসলাম। এ সময় তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর নৌপরিবহন অধিদপ্তরের ওই কর্মকর্তাকে মতিঝিল থানায় আনা হয়। এ ঘটনায় ফখরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

গো নিউজ২৪/এন

অপরাধ চিত্র বিভাগের আরো খবর