‘নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করা হবে’


প্রকাশিত: এপ্রিল ১৩, ২০১৭, ০২:৪২ পিএম
‘নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করা হবে’

র‌্যা‌বের ডিজি বেনজীর আহমেদ বলেছেন, পহেলা বৈশা‌খের নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে স‌র্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করা হ‌বে। তি‌নি ব‌লেন, 'পহেলা বৈশাখে স‌র্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হ‌বে। যা‌তে দে‌শের মানুষ নির্বি‌ঘ্নে উৎসব উদযাপন কর‌তে পা‌রেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর প্রতি‌টি সংস্থার স‌ঙ্গে র‌্যাব সমন্বয় ক‌রে কাজ কর‌বে। ' 

পহেলা বৈশাখ উপল‌ক্ষে রাজধানীর রমনা বটমূ‌লে বুধবার নিরাপত্তা ব্যবস্থা পর্য‌বেক্ষণ শে‌ষে তি‌নি এ সব কথা ব‌লেন।

বেনজীর আহমেদ ব‌লেন, পহেলা বৈশাখে কেউ যদি কোনো সন্দেহজনক কোনো বস্তু বা ব্যক্তিকে দেখেন সঙ্গে সঙ্গে আমা‌দের জানাবেন। যাতে করে আমরা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমাদের যে সক্ষমতা আছে জননিরাপত্তার জন্য জনস্বার্থে ব্যবহার করব। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে বর্ষবরণ অনুষ্ঠানে আগতদের নিরাপত্তা দেবে র‌্যাব।

‌তি‌নি আরও ব‌লেন, এ উপলক্ষে রমনার ভেতরেসহ চারপাশে ফুট পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল ও গা‌ড়ি‌তে পে‌ট্রোলটিম থাক‌বে। প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। ওই দিন এই এলাকায় স্ট্রাইকিং ফোর্স মোতায়ন করা হবে। সেই সাথে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি ও ডগ স্কোয়াড থাকবে। পাশাপাশি ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে এবং আইই‌ডি ও বম্ব ডিস‌পোজাল ইউনিট প্রস্তুত থাক‌বে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে।

গো নিউজ২৪/এএইচ

অপরাধ চিত্র বিভাগের আরো খবর