মিরপুরে অদ্ভুত পীর: ছবি তুললেই মোবাইল গায়েব


প্রকাশিত: মার্চ ২৯, ২০১৭, ০৬:৫৮ পিএম
মিরপুরে অদ্ভুত পীর: ছবি তুললেই মোবাইল গায়েব

ঢাকা: মিরপুর গুদারাঘাটে হুইল চেয়ারে ভিক্ষা করে এক প্রতিবন্ধী ভিক্ষুক। ভিক্ষুকের বাবা তার ছেলেকে পীর বলে দাবি করেছেন। ছেলেকে পীর প্রচার করে সরলমনা মানুষকে প্রতারিত করছেন। তার ছবি তুলতে গেলে ভিক্ষুকের বাবা বলেন, ‘ওর ছবি তুলবেন না, আর তুললেও ছবি রাখতে পারবেন না। মোবাইলসহ গায়েব হয়ে যাবেন। এ পর্যন্ত প্রশাসনসহ লাখ লাখ মানুষ তার ছবি তুলেছেন। কেউই রাখতে পারেননি, আপনিও পারবেন না।’

ভণ্ড এ ভিক্ষুক পীরের ছবিসহ বুধবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আরটিভির সিনিয়র রিপোর্টার ওসমান গণি বাবুল। তিনি আরো লেখেন, ‘ছবি তুলতে গেলে ওই ভিক্ষুক রুমাল দিয়ে মুখ ঢেকে ফেলে। তার সঙ্গে আলাপকালে সাংবাদিক বাবুল জানতে পারেন, তার গ্রামের বাড়ি সিলেট সদরের সাকরুম।’

চার বছর ধরে ভিক্ষুক জাকির সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। জাকিরের বাবার নাম হাবিবুল্লাহ। প্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ারে বসিয়ে পুরো এলাকা ঘুরে বেড়ান ও ভিক্ষা করেন। মানুষের কাছে ভিক্ষা চাওয়ার সময় তিনি বলেন আমার ছেলে পীর। পীরকে সাহায্য করুন। দুর্বলচিত্তের ধর্মভীরু লোকেরা জাকিরকে টাকা-পয়সা দেন। এভাবে দিনের পর দিন জাকিরের বাবা ছেলেকে পীর সাজিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছেন।

অপরাধ চিত্র বিভাগের আরো খবর