জিয়াকে গাড়িচাপার ঘটনায় অভিনেতা কল্যাণ আটক, মামলা দায়ের


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৭, ১০:১৩ পিএম
জিয়াকে গাড়িচাপার ঘটনায় অভিনেতা কল্যাণ আটক, মামলা দায়ের

প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলামকে গাড়িচাপা দিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিনেতা কল্যাণ কোরাইয়াকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা করেছে প্রথমআলো কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রথমআ‌লোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে মঙ্গলবার দুপুরে কল্যাণ কোরাইয়াকে থানায় ডেকে নেয় কলাবাগান থানা পুলিশ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পর আর ছাড়া হয়নি বলে জানা গেছে।

কলাবাগান থানা সূত্রে জানা গেছে, জিয়া ইসলামের মোটরসাইকেলকে নাট্যকর্মী কল্যাণ কোরাইয়ার প্রাইভেটকারই চাপা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাই এই অভিযোগে কল্যাণ কোরাইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কল্যাণ কোরাইয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আরাফাত। তিনি জানান, তাকে আটক করা হয়েছে। কাল আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে।

এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ মারুফ হাসান বলেন, জিয়া ইসলামকে গাড়ি চাপা দেয়ার ঘটনায় একজন আটকও রয়েছে। ঘটনায় কারো সংশ্লিষ্টতা থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার রাতে রাজধানীর বসুন্ধরা মার্কেটের কাছে প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলামের মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান জিয়া। উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে জিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে পরদিন দুপুরে এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে জিয়ার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
 
গো-নিউজ২৪/বিএস

অপরাধ চিত্র বিভাগের আরো খবর