সাত খুন মামলার রায় ১৬ জানুয়ারি


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৬, ০৩:৩৮ পিএম
সাত খুন মামলার রায় ১৬ জানুয়ারি

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আসামিদের সবার যুক্তিতর্ক শেষে বুধবার দুপুরে এ দিন ধার্য করা হয়।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের দুটি মামলায় গ্রেফতারকৃত ২৩ ও পলাতক ১২ আসামির সবার যুক্তিতর্ক শেষ হয়। পরে আদালত আগামী ১৬ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াজেদ আলী আদালতকে বলেন, আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত। তাদের সম্পৃক্ততা শতভাগ প্রমাণ করতে পেরেছি। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও তাঁর চার সঙ্গী এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়।

 

গোনিউজ২৪/সজীব

অপরাধ চিত্র বিভাগের আরো খবর