‘জিনের বাদশা’ গ্রেফতার করেছে সিআইডি


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৬, ০৪:১৭ পিএম
‘জিনের বাদশা’ গ্রেফতার করেছে সিআইডি

রাজধানীর যাত্রাবাড়ীতে জিনের বাদশা পরিচয়ে ২২ লাখ টাকা প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সিআইডি।

গ্রেফতারকৃতরা হলেন-আশরাফুল ইসলাম (৩৫), তাহাজ উদ্দিন (৩৫), আবু জাহিদ সিদ্দিকী (৩৩) ও মাহফুজ (১৮)। তারা জিনের বাদশা পরিচয় দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন।

রবিবার সিআইডির এডিশনাল এসপি মিনহাজুল ইসলাম জানান, যাত্রাবাড়ীর এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে তার ব্যবসার উন্নতির কথা বলে ২২ লাখ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার নেয় প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ঐ ব্যবসায়ী সিআইডির কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদেরকে ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি কালো রঙের প্রাইভেট কার জব্দ হয়েছে। তবে ২২ লাখ টাকা ও স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি।

গো নিউজ২৪/এএফ 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর