স্মৃতিময় ফুলার রোডের পক্ষে ত্রাণ বিতরণ


বিএস প্রকাশিত: মে ১৮, ২০২১, ০১:৪৫ পিএম
স্মৃতিময় ফুলার রোডের পক্ষে ত্রাণ বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতরের আগে গত ১০ মে, সোমবার স্মৃতিময় ফুলার রোডের পক্ষ থেকে ৫০ জন দরিদ্র শ্রমিক, গৃহিনী, বিধবা, হিজড়া, নির্যাতনের শিকার দরিদ্র নারীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। স্মৃতিময় ফুলার রোডের সাথে যুক্ত দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের সকলের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীর ঈদকে আনন্দময় করে তোলার লক্ষ্যে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। 

করোনাকালীন এই সময়ে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল নয়টা থেকে ত্রাণ বিতরণ শুরু হয়। প্রতিটি পরিবারের জন্য অন্তত দশ দিনের খাবারের কথা বিবেচনা করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিটি পরিবারের জন্য একটি করে ত্রাণের প্যাকেট করা হয় যাতে ছিল ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, আলু ৩ কেজি, আটা ৩ কেজি, তেল ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, ছোলা ১ কেজি, সেমাই ১ প্যাকেট, সাবান ২ টা এবং মাস্ক ২টা করে। 

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্মৃতিময় ফুলার রোডের পক্ষে সার্বিক তত্বাবধানে ছিলেন সাবীহা সালেহ্ উদ্দীন (হেনা), জিয়াউল হক খন্দকার, ফৌজিয়া খন্দকার ইভা প্রমুখ। 

গোনিউজ২৪/বিএস

দেশজুড়ে বিভাগের আরো খবর