বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্য নিহত


ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২১, ০৯:১২ পিএম
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্য নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ঘটনাস্থলে লিটন (৪০) নামে একজন নিহত হয়েছে। নিহত লিটন ৮ নং ওয়ার্ডের হাড়িখালী পাঁচপোতা গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য।

এলাকাবাসী জানিয়েছে, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বিকট শব্দ হয়। লিটনের বাড়ির নিকটে একটি আম বাগানে লিটন বোমা তৈরি করছিল। সঙ্গীয় ৪/৫ জন এ সময় বোমা বানাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত লিটন আব্দুল ওহাবের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, লিটন সোমবার রাতে পাঁচপোতা গ্রামে নিজ বাড়ির পাশে একটি আম বাগানে সঙ্গীয় ৪/৫ জন গোপনে বোমা তৈরি করছিলেন। এ সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্রিন্টারে লিটন মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লিটনের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় দুটি পৃথক মামলা হয়েছে, তদন্ত চলছে।

গোনিউজ/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর