চট্টগ্রামে হঠাৎ ৫ থানার ওসি বদল


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০৮:৫০ এএম
চট্টগ্রামে হঠাৎ ৫ থানার ওসি বদল

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগেই নগরীর পাঁচ থানার ওসি বদল করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এ রদবদল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

তিনি জানান, নির্বাচনকালীন সময়ে রদবদলের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে। তাদের নির্দেশে চট্টগ্রামের কোতোয়ালি থানার আলোচিত ওসি মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায় বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে। আর ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে সংযুক্ত করা হয়েছে পুলিশ কমিশনার কার্যালয়ে।

সোমবার জারি করা এ আদেশে চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকারকে চকবাজার থানায় বদলি করা হয়েছে। আর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানায় পদায়ন করা হয়েছে।

বেশ কিছু দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন থানায় ওসি রদবদলের বিষয়টি আলোচনায় ছিল। তবে সিটি নির্বাচনের তারিখ ঘোষণায় সেটি ধামাচাপা পড়লেও আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ সামনে রেখে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ থানাগুলোর ওসি রদবদল করা হয়।

দেশজুড়ে বিভাগের আরো খবর