৭২ হাজার টাকার বিশাল বোয়াল ও কাতল ধরা পড়ল জালে


রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০, ০৭:৩১ পিএম
৭২ হাজার টাকার বিশাল বোয়াল ও কাতল ধরা পড়ল জালে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির কাতল ও বোয়াল মাছ। মাছ দুটি ৭২ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয় বলে জানা গেছে।

রোববার ভোরে দৌলতদিয়া ১নং ফেরিঘাটের উজানে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেললে দৌলতদিয়া ছাত্তার মেম্বারপাড়ার জেলে জামাল হালদারের জালে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতল ও ধাওয়াপাড়া ঘাটের জেলে শুকুর হালদারের জালে ২১ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ে।

জানা যায়, সকাল ৭টার দিকে জেলেরা মাছ দুটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের মৎস্য আড়তে আনলে এ সময় উৎসুক জনতা মাছ দুটি দেখতে ভিড় জমান। পরে মাছ দুটি নিলামে উঠলে ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকা দিয়ে ক্রয় করে তাৎক্ষণিক ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ২০০ টাকা দরে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতল মাছটি আরেক মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬২০ টাকায় ক্রয় করে বেশি লাভের আশায় বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠাপানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।

দেশজুড়ে বিভাগের আরো খবর