দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ০৩:৪০ পিএম
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

দিনাজপুর এবং ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হযেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে বাস চাপায় ৪ জন এবং সকালে ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে পৃথক দুর্ঘটনায় ৫ জন নিহত হন। 

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার জামিরদিয়া তেপান্তর শুটিং স্পটের সামনে একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুই ভাই নিহত হন। আহত হন তাদের বাবা, মা ও চাচা।

ভালুকায় নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কলবান্দা গ্রামের মুঞ্জুর মোর্শেদের দুই ছেলে জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০)। এ ঘনটায় গুরুতর আহত হয়েছেন মুঞ্জুর মোর্শেদ, তার স্ত্রী ও তার ভাই।

অপরদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল মেরেঙ্গা চকমতি এলাকায় ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।

নান্দাইলে নিহতরা হলেন- উপজেলার সিংরাইল ইউনিয়নের ফাইজুল মিয়ার ছেলে অটোরিকশা চালক হানিফ মিয়া (২২), যাত্রী কেন্দুয়া উপজেলার রমজান আলীর ছেলে নয়ন মিয়া ও রেনু মিয়ার ছেলে আরিফ মিয়া (২৫)।

বীরগঞ্জে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর