পাখি শিকার করে ফেইসবুকে বিক্রি, যুবক আটক


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০৩:৫৮ পিএম
পাখি শিকার করে ফেইসবুকে বিক্রি, যুবক আটক

অবৈধভাবে পাখি শিকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে তা বিক্রি করে আসছিলেন নুর ইসলাম (১৯)। বিজ্ঞাপনটি চোখে পড়ে দিনাজপুরের বিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের।

শিকারিকে ধরতে পাখি কেনার ফাঁদ পাতেন ইউএন্ও। পাখি বিক্রি করতে আসেন নুর ইসলাম। পরে তাকে আটক করে জব্দ করা হয় একটি টিয়া পাখি। করা হয় অর্থদণ্ড। সেই পাখিটিকে মুক্ত আকাশে উড়িয়ে দেন ইউএনও পরিমল কুমার সরকার।

ইউএনও পরিমল কুমার সরকার জানান, বন্য পাখি শিকার অবৈধ। সেই অবৈধ কাজটি রীতমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে করা হচ্ছিলো। বিষয়টি নজরে আসায় তিনি এ বিষয়ে আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত নেন।

পাখি কেনার ফাঁদ পাততে চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারকে দায়িত্ব দেন। শনিবার দুপুরে নুর ইসলাম ঢাকা মোড়ে পাখি বিক্রি করতে আসলে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে পাখিটিকে মুক্ত আকাশে উড়ে দেওয়া হয়।

অবৈধভাবে পাখি শিকারি ও বিক্রয়কারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও পরিমল কুমার সরকার।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর