বান্দরবানে অজ্ঞাত রোগে আক্রান্ত ৩৩ জন আইসোলেশনে


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৬, ২০২০, ০৯:৪৫ পিএম
বান্দরবানে অজ্ঞাত রোগে আক্রান্ত ৩৩ জন আইসোলেশনে

বান্দরবানের লামা উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত ৩৩ জনকে লামা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়ছে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দুর্গম লাইল্যা মুরুং পাড়া থেকে ইউনিয়ন পরিষদ ও সেনাবাহিনীর সহযোগিতায় টলি-ট্রাক্টরে করে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক। তিনি বলেন, 'রোগের আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোগটি হাম। তারপরও নিশ্চিত হতে আক্রান্তদের কাছ থেকে নমুনা রক্ত সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য বিভাগের গবেষণাগারে পাঠানো হবে।'

মোহাম্মদুল হক বলেন, 'গতকাল খবর পাওয়া মাত্র আমরা তিন সদস্যের একটি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছিলাম। তারা সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। হাসপাতালে আনার পর আমাদের পুরো মেডিকেল টিম আক্রান্তদের সেবা দিচ্ছে। হাসপাতালে দুটি ওয়ার্ডকে আইসোলেশন সেন্টার করা হয়েছে। ৩৩ জন রোগীকে সেখানে আলাদা করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।' 

রোগীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আইসোলেশনে থাকা রোগীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর