প্রশিক্ষণের নামে শিক্ষা অফিসারের নাচনাচি ভাইরাল


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৪:৫৫ পিএম
প্রশিক্ষণের নামে শিক্ষা অফিসারের নাচনাচি ভাইরাল

পাবনার চাটমোহরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে উচ্চশব্দে মাইকে গান বাজনা ও নাচানাচি করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।

প্রশিক্ষণের নামে দিনের পর দিন শিক্ষা অফিসারের এমন কাণ্ডে বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে তার শাস্তি দাবি করেছে এলাকাবাসী ও পার্শ্ববর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে পাবনার চাটমোহর পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনে সাউন্ডবক্সে উচ্চশব্দে বাজছে হিন্দি গান। সঙ্গে চলছিল নাচানাচিও।

একই সময়ে ইউআরসি কার্যালয়ের পাশেই চাটমোহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছিল। উচ্চশব্দের এমন গানে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত হলেও কিছু বলার উপায় ছিল না।

কারণ, সেখানে নাচ-গান করছিলেন খোদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলামসহ সহকারী শিক্ষা অফিসাররা। উদ্দাম নৃত্যে মেতেছিলেন কয়েকজন নারী শিক্ষকও।

তবে হঠাৎ গণমাধ্যম কর্মীদের ওই ভবনে প্রবেশ করতে দেখে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় গান-বাজনা ও নাচানাচি।

নাচানাচির কারণ জানতে চাইলে তারা জানালেন, বিষয় ভিত্তিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ওপর ছয় দিনের প্রশিক্ষণ চলছে সেখানে। প্রশিক্ষণের অংশ হিসেবেই গত কয়েক মাস ধরে ইউআরসি ভবনে চলছে গান-বাজনা ও নাচানাচি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, ট্রেনিংয়ের কার্যক্রম হিসেবে গান করা হয়। আর গানের তালে তো একটু নাচানাচি হয়ই।

তিনি বলেন, ইউআরসি ভবন এবং স্কুলটি একসঙ্গে হওয়ার কারণে শিক্ষার্থীদের কিছু সমস্যা হয়। তাই বলে তো আর ট্রেনিং বন্ধ করা যায় না। তবে এরপর থেকে বিষয়গুলো মেনে চলা হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান বলেন, ‘শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রশিক্ষণের নামে বিশৃঙ্খলার বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিও দেখুন এখানে

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর