জ্বরে একই পরিবারের ২ জনের মৃত্যু, লৌহজংয়ে ‘করোনা’ আতঙ্ক


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ০৭:৪১ পিএম
জ্বরে একই পরিবারের ২ জনের মৃত্যু, লৌহজংয়ে ‘করোনা’ আতঙ্ক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া গ্রামে আকস্মিক জ্বরে আক্রান্ত হয়ে ১৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দু'জন মারা গেছেন। নিহতরা হলেন- যশলদিয়া গ্রামের মীর জুয়েল মিয়ার স্ত্রী শামীমা বেগম ও তার ভাসুর মীর সোহেলের ৩ বছর বয়সী শিশুসন্তান আব্দুর রহমান। 

রোববার রাত ২টার দিকে শামীমার মৃত্যু হয়। এর আগে ওই দিন সকাল ৮টায় মারা যায় আব্দুর রহমান। 

ঘটনার পর করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ওই দু'জনের মৃত্যু হয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এতে যশলদিয়া গ্রামসহ রৌহজংয়ে আতঙ্ক বিরাজ করছে। মানুষজন ঘর থেকে বের হচ্ছে না। 

খবর পেয়ে লৌহজং উপজেলার ইউএনও রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম আহমেদসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ওই দু'জনের মরদেহ পরীক্ষা করে তারা বলেন, করোনা ভাইরাসের কারণে তাদের মৃত্যুর খবর সঠিক নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম। ওই নমুনা আইসিআরডিতে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর