৩১ জেলেকে সাগরে ফেলে হত্যার আসামি ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ১১:২৬ এএম
৩১ জেলেকে সাগরে ফেলে হত্যার আসামি ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোরশেদ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত মোরশেদ বঙ্গোপসাগরের দস্যু। তার বিরুদ্ধে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের বেশি মামলা রয়েছে। 

রোববার ভোরে উপজেলার বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মোরশেদ আলম বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘কিছুদিন আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় ৩১ জেলেকে সাগরে ফেলে নির্মমভাবে হত্যা করে দস্যু মোরশেদ ও তার দল। এ ছাড়াও সাগরে দস্যুতার অভিযোগে বেশ কিছু মামলা আছে তার বিরুদ্ধে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব। এক পর্যায়ে বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় তার দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মোরশেদের মরদেহ পাওয়া যায়।’

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুটি ওয়ান শুটারগান, ১৯ রাউন্ড গুলি ও তিনটি রামদা জব্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর