ডিগ্রি পরীক্ষা দিলেন মিন্নি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৭:২০ পিএম
ডিগ্রি পরীক্ষা দিলেন মিন্নি

আদালতের অনুমতি নিয়ে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করলেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নি।

মঙ্গলবার মিন্নী এবং কারাগারে থাকা আল-কাইয়ুম রাব্বি আকন ও মোঃ সাগরকে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন আদালত। 

বেলা সাড়ে ১২টার দিকে মিন্নি তার বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে যান।

মামলার অন্য দুই আসামি রাব্বি আকন ও সাগরকে পুলিশের প্রিজন ভ্যানে করে বরগুনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের আদেশে কারাগারে থাকায় বরগুনা জেলা কারাগারের ভেতরে পরীক্ষায় অংশ নেন তারা।

মোজাম্মেল হোসেন কিশোর জানান, মিন্নি সরকারী মহিলা কলেজ থেকে অসমাপ্ত একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে আইনজীবীর মাধ্যমে আবেদন করলে বিচারক আবেদন মঞ্জুর করেন। 

এ সময় আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে মিন্নি জামিন আবেদনের উপর ১৬ জানুয়ারী আদালত শুনানির দিন ধার্য করেছে। অপর দিকে শিশু আদালতে বাদীসহ ৪ জনের সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত চলে। 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর