ডাস্টবিনে মিললো দেড় কেজি স্বর্ণ, আধা কেজি লুকানোর চেষ্টা


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৫:১৮ পিএম
ডাস্টবিনে মিললো দেড় কেজি স্বর্ণ, আধা কেজি লুকানোর চেষ্টা

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের ডাস্টবিনে পাওয়া গেছে দেড় কেজি ওজনের ১২ পিস স্বর্ণের বার। জব্দ হওয়া ওই স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা। 

শনিবার সকালে বিমানবন্দরের বাথরুম থেকে স্বর্ণের বারগুলো জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা জানায়, কোনো যাত্রী প্লেনে করে আনা স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে ফেলে রেখে যান।জানতে পেরে তারা ১২ পিস স্বর্ণের বার জব্দ করেন। জব্দ হওয়া স্বর্ণের ওজন প্রায় এক কেজি ৪শ গ্রাম হবে।

বিমানবন্দর সূত্র জানায়, স্বর্ণের বারগুলো প্রথমে জব্দের পর প্রদর্শন না করে কাস্টমস কার্যালয়ে নিয়ে গোপনে রাখা হয়। পরে গোয়েন্দারা এক কেজি পরিমাণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। অবশ্য বাকিদের জেরার মুখে স্বীকার করেন জব্দের পরিমাণ এক কেজি ৪শ গ্রাম। বিকেলে স্বর্ণ জব্দ করা হয়েছে মর্মে প্রদর্শন করা হয়।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর