অবৈধভাবে রাত্রীযাপনের সময় যুবদল নেতা গ্রেপ্তার


জিএম মিজান বগুড়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৯:১৪ এএম
অবৈধভাবে রাত্রীযাপনের সময় যুবদল নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সদস্য মুরাদ হোসেনকে (৩৫) তার পরকীয়া প্রেমিকার সাথে অবৈধভাবে রাত্রীযাপনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন সন্তানের জনক মুরাদ হোসেন উপজেলার রাঙ্গামাটি গ্রামের গোলাম ইদ্রিস খোকার ছেলে এবং স্থানীয় দিদারপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সভাপিত। এছাড়া গ্রেপ্তারকৃত নারীর নাম সোনিয়া আক্তার (২২)। সে একই গ্রামের দিনমজুর হযরত আলীর মেয়ে।

মঙ্গলবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেনের বিরুদ্ধে ২০১৮ সাথে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলা তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। কিন্ত মুরাদ হোসেন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন বিচারক। মুরাদ হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিল। এ অবস্থায় সোমবার দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনিয়া আকতারের ঘর থেকে মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একই বিছানায় রাত্রীযাপনের অভিযোগে সোনিয়া আক্তার কে পুলিশ গ্রেপ্তার করে।

এদিকে প্রায় এক মাস ধরে সোনিয়ার বাবা হযরত আলী জীবিকার তাগিদে বাড়ি বাইরে রয়েছেন। তবে ঘটনার রাতে ওই বাড়িতে সোনিয়া ছাড়া পরিবারের অন্য কেউ ছিল না। এ সুযোগে মুরাদ ও তার পরকীয়া প্রেমিকা সোনিয়া আকতার এ ঘটনা ঘটিয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ প্রতিবেদক-কে বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে মুরাদ হোসেনকে গ্রেপ্তারকালে একই ঘরে অবৈধভাবে রাত্রীযাপনের অভিযোগে সোনিয়া আকতারকে গ্রেপ্তার করা হয়েছে।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর