গাঁজার বস্তার ওপর গভীর ঘুম


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৯:০৯ পিএম
গাঁজার বস্তার ওপর গভীর ঘুম

গাঁজার বস্তার ওপর ঘুমিয়ে ছিল শেখ নয়ন। অনেক ডাকাডাকির পর ঘুম ভাঙে তার। কীভাবে ধরা পড়ল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র হাতে এমন প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় বসে সে জানায় ইতিহাস। 

নয়ন জানান, ফেনসিডিলের নেশা করতে আখাউড়ায় যায় সে। এসময় সিরাজ নামের পরিচিত এক মাদক ব্যবসায়ী গাঁজার বস্তাটি শহরে পৌঁছে দিতে বলে। বিনিময়ে এক হাজার টাকা এবং বিনামূল্যে ফেনসিডিল খাওয়ার অফার দেয়া হয় তাকে। পথে বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের জওয়ানরা গতকাল রাতে তাকে আটক করে। 

সকালে আখাউড়া থানায় পুলিশে সোপর্দ করতে নিয়ে আসলে গাঁজার বস্তার ওপর ঘুমিয়ে পড়ে নয়ন। সেখানেই গভীর ঘুমে তলিয়ে যায় সে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর