৬৪ টাকায় একটি পেঁয়াজ কিনলেন ছাত্রলীগ নেতা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৪:৫৬ পিএম
৬৪ টাকায় একটি পেঁয়াজ কিনলেন ছাত্রলীগ নেতা

প্রতিদিনই দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। শনিবার খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম ২৪০ থেকে ২৬০ টাকায় দাঁড়িয়েছে। তবে বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০-১৯০ টাকায়। 

এরমধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বড় সাইজের একটি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৪ টাকায়। আর সেই পেঁয়াজ কিনেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের এক নেতা।

ওই ছাত্রলীগ নেতার নাম জুনায়েদ আহমেদ পলক। তিনি চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জুনায়েদ আহমেদ পলক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চুনারুঘাট বাজার থেকে ১৭০ টাকা কেজি দরে ৩৭৫ গ্রাম ওজনের ভারতীয় বড় জাতের একটি পেঁয়াজ কেনেন। পেঁয়াজটির দাম হয় ৬৫ টাকা।

জানা গেছে, চুনারুঘাট উপজেলার গ্রামাঞ্চলের অধিকাংশ দোকানে এখন পেঁয়াজ নেই। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন দোকানে বড় পেঁয়াজ চারটি, ছয়টি করেও বিক্রি হয়েছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর